প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 22, 2025 ইং
কুমিল্লা বুড়িচংয়ের যৌ*তুক মা*মলায় ২ আসামি গ্রে*ফতার

রোকসানা আক্তার মজুমদার
কুমিল্লা জেলার বুড়িচং থানার ১০ লাখ টাকার যৌ*তুক মামলায় দুই আ*সামি কে গতকাল কুমিল্লা বাদশা মিয়ার বাজার জনসেবা ফার্মেসি মালিক মো: রাসেল মিয়া, মো: আশিক মিয়া নামে দুই আ*সামিকে গ্রে*ফতার করেছে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ।
গতকাল ১৮ এপ্রিল ২০২৪ বুড়িচং থানায় মা*মলা দা*য়ের করেন পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সুমন মিয়ার মেয়ে পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ এইচ এসসি শিক্ষার্থী নাদিয়া সুলতানা মীম( ১৯)। এতে আ*সামি করা হয় ৬ জনকে। আ*সামি রা হলেন, সাহিদুর রহমান সাকিল, রাসেল মিয়া, আতিক, বেবী, আশিক, লায়লাকে আ*সামি করা হয়। সাহিদুর রহমান সাথে মীম এর প্রেমের সম্পর্ক হয়, ১ বছর আগে, তারা গোপনে বিয়ে করেন, বর্তমানে মীম ৩ মাসের অ*ন্তঃস*ত্ত্বা । তার বিয়ে ছেলে পরিবার পারিবারিক ভাবে মেনে নেয়নি। তাই মীম আক্তার ১০ লাখ টাকার যৌ*তুক মা*মলা দায়ের করেন বুড়িচং থানায়। মা*মলা নং ২৫। মা*মলার ঘটনা সত্যি বলে জানিয়েছেন বুড়িচং থানার ওসি আজিজুল হক। মা*মলার তদন্ত কর্মকর্তা বুড়িচং থানার সেকেন্ড অফিসার রাকিব হোসেন মামলাটি তদন্ত করছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ sktvcomilla.com